মোবাইল ফোনেই বড়দিনের শুভেচ্ছা জানান,
সান্তাদাদু কি আসবে এবার এমন করোনা পরিস্থিতিতে ?
কলকাতা, ২৫.১২.২০২০
বড়দিন এসেগেছে।তাই এই মহামারির সময়ে বাইরে বেরিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না। করোনা পরিস্থিতিতে সামনাসামনি বড়দিনের শুভেচ্ছার সম্ভবনা না হওয়ায় মোবাইলে ক্রিসমাস মানানোর জমজমাট অনেক বেড়েছে। তাই বাড়িতে বসেই বড়দিন পালনকরুন।
Comments